আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েতঃ-কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম বদলি উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় কুয়েতের সিটি টাওয়ার হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কুয়েতে বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ২৯ নভেম্বর কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ঢাকা ও সিলেট আন্তর্জাতিক বন্দরে দায়িত্ব পালন করেন। বুধবার (২০ জানুয়ারি) সকালে দেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন। বর্তমানে ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।
সাংবাদিকদের তিনি বলেন, কুয়েতে তিন বছর কর্মজীবনে আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি তা ভুলে যাবার নয়। কাজ করতে গিয়ে প্রবাসীদের অনেক সময় অনেক অভিযোগ আবদার ছিল। আমি চেষ্টা করেছি সাধ্যের মধ্যে প্রবাসীদের সমস্যার সমাধান করতে এবং বিমানের পক্ষ হতে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার।
বর্তমানে যাত্রীদের সুবির্ধাথে উন্নত প্রযুক্তি সুযোগ-সুবিধা সম্পন্ন বিমানে রয়েছে। বিমান বাংলাদেশের এয়ারলাইন্স আপনাদের বিমান এবং সম্পদও বটে । প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থ দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে অর্থ যাতে অন্য দেশে চলে না যায় সেজন্য বিমানে যাতায়াত করবেন প্রবাসীরা।
এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে বিমানের স্টেশন ম্যানেজার মো. নাজমুল ইমাম, সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ সালাহ উদ্দিন পলাশ, শামসুল আলম তুহিন, এনটিভি প্রতিনিধি মঈন উদ্দিন সুমন,আরটিভি প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন,বাংলা টিভি প্রতিনিধি আ,হ, জুবেদ মাইটিভির প্রতিনিধি আল আমিন রানা, সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি টিভির প্রতিনিধি মো. হেবজু, একুশে টিভির প্রতিনিধি আনোয়ার আকাশ, জয়যাত্রা টিভির প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী, নতুন সময় টিভির প্রতিনিধি সেলিম হাওলাদার প্রমুখ।
আমরা সকলে তার সর্বাঙ্গীক সাফল্য কামনা করছি।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |