- প্রচ্ছদ
-
- রাজনীতি
- বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ জয়নুল আবেদীন আর নেই
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ জয়নুল আবেদীন আর নেই
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ জয়নুল আবেদীন কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে গতরাতে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। হাফেজ জয়নুল আবেদীন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ জয়নুল আবেদীন এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ইমামতি করতেন। হাফেজ জয়নুল আবেদীন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে ¤্রয়িমান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Please follow and like us:
20 20