আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৬
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নওগাঁর আত্রাইয়ে ১৭৫ অসহায় ভ‚মিহীন, গৃহহীন, প্রতিবন্ধি, স্বামী পরিত্যক্তা, অতিশয় বৃদ্ধ, ভিক্ষুক ও দুঃস্থ পরিবার পাচ্ছেন নিশ্চিত আবাসস্থল নিজের বাড়ি। পর্যায়ক্রমে এসব বাড়িতে বিদ্যুৎ, পানি ও খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা হবে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বর্তমানে আত্রাই উপজেলার ৫টি ইউনিয়নে এসব বাড়ির নির্মাণ কাজ চলছে। এর মধ্যে কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গায় ১০টি, হাটকালুপাড়া ইউনিয়নের হাট মোজাহারগঞ্জে ৬টি, ভোঁ-পাড়া ইউনিয়নের তিলাবদুরীতে ১২টি, শাহাগোলা ইউনিয়নের রসুলপুরে ৬৩টি ও পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নইয়ে ৮৪টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবার এসব বাড়ির মালিকানা পাচ্ছেন। এতে প্রতি পরিবারের জন্য ২ শতক জমির উপর বারান্দা, রান্নাঘর ও টয়লেটসহ টিনশেডের ২টি করে আধা-পাকা ইটের ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা।
সরকারি খাস জমিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পে তালিকাভ‚ক্ত ১৭৫ জন ভ‚মিহীন ও গৃহহীনদের নামে আগামী ২৩ জানুয়ারির মধ্যে জমির মালিকানা দলিল হস্তান্তর করা হবে বলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম জানান। তিনি আরোও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি এ প্রকল্পের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন। ডিসেম্বর মাসে এ প্রকল্পের কাজ শুরু করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। ২-১ দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে উদ্ভোধনের পর অসহায় ভ‚মিহীন ও গৃহহীন উপকারভোগীদের বাড়ি বুঝিয়ে দেয়া হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |