- প্রচ্ছদ
-
- মিডিয়া
- নওগাঁর সাপাহারে সাংবাদিক সংগঠনে কম্পিউটার সেট দিলেন চেয়ারম্যান আকবর আলী
নওগাঁর সাপাহারে সাংবাদিক সংগঠনে কম্পিউটার সেট দিলেন চেয়ারম্যান আকবর আলী
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে সাংবাদিক সংগঠন গুলোতে কম্পিউটার প্রদান করেছেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।
গত বুধবার সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্খে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভা শেষে উপজেলার ৩ টি সাংবাদিক সংগঠনে ১টি করে কম্পিউটার সেট প্রদান করেন। এসয়ম ইউপি চেয়ারম্যান আকবর আলী সাংবাদিকদের সামনে তার ইউনিয়নের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি সদর ইউনিয়নের সমস্ত কাঁচা রাস্তা পাকা করনের জন্য ইতোমধ্য ফাইল তৈরি করে উপর মহলে দাখিল করেছেন। তিনি
ইউপি সদস্যদের সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনা করেছেন। তার প্রতিটি কাজে স্থানীয় সাংবাদিকগণ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। কম্পিউটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার,সাধারন সম্পাদক আদম আলী,সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক,সাধারন সম্পাদক গোলাপ খন্দকার,রিপোর্টার্স ফোরাম সভাপতি হাফিজুল হক,ইউপি সচিব মহিদুল ইসলাম লিপু, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, জগনাথ দেবনাথ, মোকলেছুর প্রমুখ।
Please follow and like us:
20 20