- প্রচ্ছদ
-
- রাজশাহী
- আগুন পোহাতে গিয়ে নওগাঁর রাণীনগরে কিশোরের মৃত্যু
আগুন পোহাতে গিয়ে নওগাঁর রাণীনগরে কিশোরের মৃত্যু
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে শীত নিবারনের সময় আগুন পোহাতে গিয়ে চুলার উপর খেজুরের গরম রসে পরে রিফাত হোসেন (১৪) নামে এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিশোর রিফাত কালীগ্রাম কয়াপাড়া গ্রামের আপেল হোসেনের ছেলে।রিফাতের দাদা আবদুর রহমান জানান, শনিবার সকালে বাড়ীর পার্শ্বে এক গাছিয়া খেজুর রস জাল করছিল। এ সময় শীত নিবারনের জন্য রিফাত ওই চুলার কাছে গিয়ে আগুন পোহাচ্ছিল। কিছু পরে উঠে দ্বাড়াতেই সে পাকরে কড়ায়ের গরম রসে পরে যায়। এ সময় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী স্থানান্তর করে। সেখানেও অবনতি হলে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায় রিফাত।
Please follow and like us:
20 20