মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের সখিপুরে কলেজ ছাত্র রবিন হত্যাকারী সনাক্ত হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সখিপুর থানা পুলিশ জানায়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, নির্দেশনায়, এ,কে, সাইদুল হক ভূঁইয়া অফিসার ইনচার্জ সখিপুর থানা টাংগাইল এর তত্ত্বাবধানে এস আই শাহীন মিয়া, এএসআই শাহীন আলমসহ অন্যান্য অফিসার গন অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত আসামী১। মোঃ নাহিম @ ফাহিম খান (১৯), পিতা- মোঃ শাহিন খান, সাং- বহুরিয়া দক্ষিন পাড়া, ২। মোঃ রনি মিয়া (২০), পিতা মোঃ মজনু মিয়া, সাং বহুরিয়া দক্ষিনপাড়া, উভয় থানা সখিপুর, জেলা টাংগাইলদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ গত ইং ১৯/০১/২০২১ তারিখ রাত্রী অনুমান ০৯.০০ ঘটিকার সময় মোঃ আনিসুর রহমান রবিন (১৮) ও আশিকুর রহমান রনি (১৮) উভয় পিতা মোঃ আমিনুর রহমান, সাং চতলবাইদ, থানা সখিপুর, জেলা টাঙ্গাইল তাদের খালাতো ভাই অনিক (১৫) ও জিহাদ (১১), ফুফাতো ভাই ও বোনগনসহ সখিপুর থানাধীন চতলবাইদ মধ্যপাড়া সাকিনে জনৈক হালিম পীর সাহেবের বাড়ীতে বাৎসরিক ওরস দেখার জন্য যায়। ওরস চলাকালীন সময়ে রাতের বেলায় মোঃ আনিসুর রহমান রবিন এর সাথে মোঃ রাব্বীর ধাক্কা লাগে। এই ধাক্কা লাগাকে কেন্দ্র করে রাব্বীর সাথে আনিসুর রহমান রবিন ও আশিকুর রহমান রনির সাথে কিছু কথা কাটা কাটি হয়। পরে মোঃ আনিসুর রহমান রবিন ও আশিকুর রহমান রনি সহ সকলেই রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় ওরস হইতে নিজ বাড়ীতে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে ১৫/১৬ জন আসামীপূর্ব পরিকল্পিতভাবে আনিসুর রহমান রবিন এর পথ রোধ করে খুন করার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়া এলোপাথারীভাবে মারপিট করে আহত করে। আনিসুর রহমান রবিন এর ভাই আশিকুর রহমান রনি বাচানোর চেষ্টা করলে আসামীরা তাকেও মারধর করে আহত করে। তখন ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে আশিকুর রহমান রনিকে আহত অবস্থায় উদ্ধার করে ও পরে খোঁজাখুঁজি করে খেজুর গাছের আড়াল হতে আনিসুর রহমান রবিনকেও মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে উভয়কে চিকিৎসার জন্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসে। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে ইং ২০/০১/২০২১ তারিখ রাত্রী অনুমান ০১.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান রবিনকে মৃত ঘোষনা করে । উক্ত ঘটনায় আনিসুর রহমান রবিন এর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।মৃতের মা বাদীী হয়ে এজাহার দায়ের করলে সখিপুর থানার মামলা নং ১২ তাং ২০/০১/২০২১ ইং ধারাঃ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। উপরোক্ত আসামিদ্বয় ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামী দুইজনকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।