- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত
জয়পুরহাটে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
আবুবকরসিদ্দিক, জয়পুহাটঃ-আজ জয়পুরহাটে জেলা লেখক ফোরামের উদ্যোগে জয়পুরহাট চিনিকল দ্বীপে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হলো। লেখক ফোরামের সভাপতি কবি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ম, নুরুন্নবী, নদী ঘোরাও নদীর পথে কেন্দ্রীয় কমিটির মহাসচিব, রবিউল ইসলাম সোহেল,কবি আহম্মেদ মকবুল হোসেন, জয়পুরহাট প্রেস ক্লাবের সহসভাপতি আবুবকর সিদ্দিক, কবি এনামুল হক টপি।অনুষ্ঠানে নতুন প্রজন্ম ও ৮০র দশকের কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে কবিদের ক্রেষ্ট প্রদান করা হয়।
শীতে কবিদের এই মিলন মেলায় বিকেলে সাহিত্য সংস্কৃতির প্রেমিকরা ক্ষনিকের জন্য হলেও প্রেম, প্রকৃতি, ভালবাসার, রোমান্টিকতার ছোঁয়ায় মেতে উঠে ছিল।
Please follow and like us:
20 20