আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় গাড়ীতে সংসদ সদস্য স্টীকার লাগিয়ে জমি দখলের অভিযোগে উঠেছে ফাহমিদা মিলি নামের এক নারীর বিরুদ্ধে। তবে ওই নারী বলছেন তার ক্রয়কৃত জমিতেই তিনি এসেছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় সংসদ সদস্য স্টীকার যুক্ত একটি প্রাইভেটকার নং (ঢাকা মেট্রো-গ-২৬-৩৪৩১) নিয়ে তিনি সেখানে আসেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিতর্কিত জমিতে ওই স্থানীয় মোসা: রওশন আরা বেগম নামের এক নারীর নামে সাইনবোর্ড টাঙ্গানো রয়েছে। তিনি ওই জমির পৈত্রিক সূত্রে মালিক বলে সাইনবোর্ডে উল্লেখ্য রয়েছে। সাইনবোর্ডে আরো উল্লেখ, পূর্ব নরসিংহপুর মৌজাস্থিত খতিয়ান সিএস ৮ ও আরএস ১৩, দাগ নং সিএস ও এসএ ৫৮ এবং আরএস ২২৩, জমির পরিমাণ ১৫ শতাংশ। কিন্তু ওই জমির মালিক দাবীদার আরেক নারী এচিভ এক্সেসরিজ লি: নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা স্থানীয় রওশন আরা বেগমের ভাই ফজলুল হকের কাছ থেকে উক্ত দাগ খতিয়ানে ৪৫ শতাংশ জমি ক্রয় করেন। যা যমুনা ব্যাংক লি: মৌলভীবাজার শাখা ঢাকায় বন্ধক রয়েছে।
এ ব্যাপারে রওশন আরা বেগম জানান, পৈত্রিক সূত্রে মালিক হয়েই আমি সেখানে সাইনবোর্ড দিয়েছি। আমরা ৪ ভাই ও ২ বোন ওয়ারিশান সূত্রে ওই জমির মালিক। সে হিসেবে প্রতি ভাই জমির মালিক ৩০ শতাংশ ও বোনেরা পেয়েছি ১৫ শতাংশ। কিভাবে এক ভাই ৪৫ শতাংশ জমি বিক্রি করেন। সেজন্য উক্ত দাগে আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে সাইনবোর্ড দিয়েছি। মিলি নামের ওই নারী ক্ষমতার দাপট দেখিয়ে আমার সম্পত্তি দখলে নিতে চায়।
এ বিষেেয় ফাহমিদা সুলতানা মিলি বলেন, আমার স্বামীর ক্রয়কৃত ৪৫ শতাংশ জমি যমুনা ব্যাংক লিমিটেড, ঢাকা এর নিকট বন্ধক রাখি। আমার স্বামী ২০১৪ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কোম্পানীর মালিকানাধীন ওই জমি ব্যাংকের অনুমতি সাপেক্ষে বিক্রয়ের জন্য উদ্যোগ গ্রহণ করি। কিন্তু বৃহস্পতিবার জমিতে গিয়ে দেখি রওশন আরা নামে অপর এক নারী তার পৈত্রিক সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টানিয়েছে। ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান।
গাড়ির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে প্রশ্নটি এড়িয়ে যান। পরে তিনি জানান, গাড়িটি তার এক আত্মীয়ের। তবে সে সংসদ সদস্য কিনা সে ব্যাপারে তিনি কিছুই বলেননি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |