আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০০
মালয়েশিয়া প্রতিনিধি :- করোনা নিয়ন্ত্রনে মালয়েশিয়া সরকারের চলমান লকডাউনের মধ্যে গেলো তিন মাসে রেকর্ড সংখ্যক ১ লক্ষ ১০ হাজার পাসপোর্ট সেবা প্রদান করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বিশ্বের যে কোন বাংলাদেশ হাইকমিশনের জন্য এটিই সর্বোচ্চ। সোমবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকার কর্তৃক রি-ক্যালিব্রেশন প্রক্রিয়ায় অবৈধদের বৈধ করার ঘোষণা দেয়ার পর থেকে নতুন করে পাসপোর্ট করার হিড়িক পড়ে যায়। গেলো বছরের ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিন মাসে পোস্ট অফিসের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার পাসপোর্টের আবেদন জমা পড়ে হাইকমিশনে। নানা সীমাবদ্ধতার মধ্যেও হাইকমিশনের কর্মকর্তা ও অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে দিন রাত পরিশ্রম করে সকল পাসপোর্টের আবেদন সার্ভারে অন্তর্ভুক্তিকরন সম্পন্ন হয়েছে। যদিও এ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অন্তত্য ১০ থেকে ১২ জন কর্মকর্তা, কর্মচারি ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছে। তথাপি যথাসময়ে প্রবাসীদের পাসপোর্ট হাতে পৌঁছে দিতে হাইকমিশন বদ্ধ পরিকর। এতো অল্প সময়ে এতো বেশি পাসপোর্ট সার্ভারে অন্তর্ভুক্তি করে রেকর্ডও গড়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বিশ্বের কোন বাংলাদেশ হাইকমিশন এতো অল্প সময়ের মধ্যে এতো বেশি পাসপোর্ট এনরোলমেন্ট করেনি।
বিজ্ঞপ্তিতে পাসপোর্ট সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেইসবুক পেইজে নিয়মিত চোখ রাখার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দালালের শরনাপন্ন না হওয়ার অনুরোধ জানানো হয়। মালয়েশিয়া সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেয়া হয় হাইকমিশনের এ বিজ্ঞপ্তিতে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |