আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৭
এ পরিস্থিতিতে রোববার পূর্বনির্ধারিত কিশোরগঞ্জ জেলা পর্যায়ের করোনাভাইরাস টিকাদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিতি বাতিল করে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব ও পুলিশের কড়া প্রহরায় ঢাকার উদ্দেশে রওনা দেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান।
দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যাওয়ার পথে মানিকখালী বাজারেই উত্তেজনার আঁচ পাওয়া যায়। পুলিশের তাড়া খেয়ে লাঠিসোটা হাতে শতাধিক যুবক মানিকখালী রেলস্টেশনের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। সেখান থেকে মিনিট দশেকের দূরত্ব পেরিয়ে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, টিনের তৈরি শ্রমিকদের ঘরটির টিন খুলে নেওয়া হয়েছে। ঘরটির প্রায় প্রত্যেকটি টিন কুপিয়ে তছনছ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ভবনের রড খোলা ও ভাঙচুর করা হয়েছে। সেখানেই পাওয়া যায় হামলায় আহত নির্মাণ শ্রমিক কমল, সুজন মিয়া, নূরুল ইসলাম, সুজন ও চয়নকে। তারা বলেন, সকালে তারা যখন কাজ করছিলেন, হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। তাদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নামতে পর্যন্ত সময় দেয়নি হামলাকারীরা। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকে যাওয়ার জন্য নির্মাণাধীন রাস্তার মাটি কাটার মেশিনের চালককে পর্যন্ত পিটিয়ে আহত করা হয়।
স্বাস্থ্যসচিবের বাড়িতে হামলার সময় পাশের বাড়ি থেকে ঘটনাটি দেখেছেন প্রতিবেশী কলেজছাত্র মোয়াজ্জিম হোসেন। তিনি বলেন, দুই থেকে তিনশ’ জন হামলাকারী এসে সচিব সাহেবের বাড়িতে চড়াও হয়ে উনাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হামলাকারীরা উনাকে হত্যার হুমকি দেয় এবং পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয়।
আরেক প্রতিবেশী মো. ফজলুর রহমান বলেন, সচিব সাহেব তখন বাসার দোতলায় অবস্থান করছিলেন। দুই, আড়াইশ’ লোক এসে তাকে বাড়ি ছাড়ার জন্য পাঁচ মিনিটের আল্টিমেটাম দেয়। সংসদ সদস্য নূর মোহাম্মদ সাহেবের ভাগ্নে মুন সাহেব ও পিএস লিটন হামলার নেতৃত্ব দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মো. তারেকুজ্জামান বলেন, হামলাকারীরা স্বাস্থ্যসচিবের বাড়িতে এসে গালিগালাজ ও হুমকি-ধামকি শুরু করলে সচিবের প্রটোকলে থাকা কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম এগিয়ে আসেন। এ সময় তাকে রড দিয়ে পেটাতে পেটাতে পুকুরে ফেলে দেয় হামলাকারীরা। সেখান থেকে তাকে আবার তুলে টেনে-হিঁচড়ে মারধর করে গাড়িতে উঠিয়ে দেয় তারা।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আক্তারুন্নেছা জানান, এসিল্যান্ড আশরাফুল আলমের আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুজনের মধ্যে পথে ক্রসিং হয়। উনি চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, প্রথম ১০ থেকে ১৫ জনের যে দলটি এসেছিল, তাদের আমি বলি কমিউনিটি ক্লিনিক হচ্ছে, রাস্তা হচ্ছে। এসব কাজ জনগণের উপকারের জন্য করা হচ্ছে। আমরা ভূমি দিয়েছি, সরকার টাকা দিচ্ছে। কমিউনিটি ক্লিনিকের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। জনগণের কাজ তোমরা বন্ধ করে দেবে কেন? এ সময় তারা বলে, ভালো কাজ হচ্ছে বলেই তো চাঁদা দিতে হচ্ছে না। এখন এমপি সাহেব নির্দেশ দিয়েছেন কাজ বন্ধ থাকবে। তাই কাজ বন্ধ করতে এসেছি। এর কিছুক্ষণ পরই ৬০ থেকে ৭০ জনের সন্ত্রাসী দল এসে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। তাদের হাতে আহত হন এসিল্যান্ড, প্রকৌশলীসহ ১০ থেকে ১২ জন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |