জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : – ইতালির ভেনিসে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সি এস এন কাফ অফিসের ৬৮ তম শাখা উদ্ভোদন করা হয়েছে। ভেনিসের মেসত্রের করছো দেল পপুলো ৭৪/৭৬ নাম্বার অফিসে প্রবাসীদের আইনি সহায়তা সহ সকল প্রকার অফিসিয়াল ডকুমেন্টস ফরম পূরণ , অর্থ প্রেরন করা হবে।
এ সময় সি এস এন কাফ অফিসের ৬২ তম শাখা উদ্ভোদন করেন সি এন এস কাফের প্রেসিডেন্ট পলাশ হাওলাদার। সে সময় উপস্থিত ছিলেন সি এস এন এর পরিচালক মার্কেটিং সরফরাজ দীন , ভেনিস শাখা কাফ অফিসের পরিচালক ও এ টু জেড এসিসতেনজা রহমান গ্রুপ এর সি ই ও মো: মিজানুর রহমান ও এ টু জেড এসিসতেনজা ভেনিস এইচ এস গার্ডেনের কর্ণধার মো: সিকদার হাবিবুর রহমান । এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি ও কমিউনিটি ব্যাক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ার , আরফান মাষ্টার , এ কে এম মাহবুব আলম , আব্দুল জলিল সহ ভেনিস কমিউনিটির বিশিষ্ট জন । সি এস এনের ভেনিস শাখার পরিচালক মিজানুর রহমান জানান , সঠিক সেবা দিতে প্রবাসীদের জন্য সি এস এন ৬৮ তম শাখা ভেনিসে খুলেছে । বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতায় এগিয়ে যাবে বলে কতৃপক্ষ মনে করেন।