আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৬
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে বাসাইল উপজেলার কাউলজানিতে এ ঘটনা ঘটে।
কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি জানান, কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে পরিবারটি সেখানকার গাছ কেটে ঘর তোলার চেষ্টা করলে পরিষদের লোকজন এবং স্থানীয়রা তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্যদের সঙ্গে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় ছবি তুলতে থাকেন। তখন কিছু লোক তার ওপর হামলা করে।
আহত বিজয় বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান খবর দেওয়ায় আমি সেখানে যাই এবং বিবাদের ছবি তুলছিলাম। হঠাৎ স্থানীয় কিছু লোক আমাকে মারতে শুরু করে। তবে মাথায় হেলমেট পরে থাকায় আমি প্রাণে রক্ষা পাই।’
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |