বিডি দিনকাল ডেস্ক :- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে দাবি করে অবিলম্বে তার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দাবি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় বিএনপি।
একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সব রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয় ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশ ও জাতির জন্য দুর্ভাগ্য যে আজ তিন বছর হলো জোর করে ক্ষমতা আঁকড়ে রাখা বর্তমান অবৈধ একনায়ক সরকার গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। তাঁর মুক্তির জন্য আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কিন্তু দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ না থাকায় তাঁর কারামুক্তিতে বিলম্ব হচ্ছে। আমরা বর্তমান জনসমর্থন হীন সরকারের নিকট দাবি জানাচ্ছি যে, অতি সত্ত্বর বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অনথ্যায় দেশে বিদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিবৃতিকারী নেতৃবৃন্দ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির আহবায়ক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল; মালেশিয়া বিএনপির সভাপতি ও স্বাধীনতার সুর্বন জয়ন্তী উদযাপন এশিয়া প্যাসিফিক অঞ্চলীয় সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালেশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; আলহাজ্ব নূরে আলম (জাপান); শামসুর রাহমান ফিলিপ (সিঙ্গাপুর); মোহাম্মদ রাশেদুল হক (অস্ট্রেলিয়া); এম জামান সজল (দক্ষিন কোরিয়া); আজিজ উদ্দিন আহমেদ মামুন (নিউজিল্যান্ড); মো: শহীদুল ইসলাম নান্নু (জাপান); মনিরুল হক জর্জ (অস্ট্রেলিয়া); কাজী এনামুল হক (জাপান); দেলোয়ার হোসেন (অস্ট্রেলিয়া); মোশাররফ হোসেন (হংকং); নাসের উদ্দিন (মালদ্বীপ); মীর রেজাউল করিম রেজা (জাপান); মোহাম্মদ কামরুল (সিঙ্গাপুর); হসিবুল করিম হাসিব (দক্ষিন কোরিয়া); মাহবুব আলম শাহ (মালেশিয়া); সৈয়দ জাকিরুল আলম (মালেশিয়া); মোহাম্মদ আলমগীর হোসেন মিঠু (জাপান); এমদাদুল ইসলাম মনি (জাপান); আশরাফুর রহমান খান রবিন (সিঙ্গাপুর); হায়দার আলী (অস্ট্রেলিয়া); অ্যাডভোকেট নাসির উল্লাহ (অস্ট্রেলিয়া); সাখাওয়াত হোসেন রনো (নিউজিল্যান্ড); ইমরান হোসেন তালুকদার (মালদ্বীপ); দেওয়ান সাইফুল আলম মাসুদ (হংকং); এম জে আলম (মালেশিয়া); আব্দুল জলিল লিটন (মালেশিয়া); মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ (অস্ট্রেলিয়া); ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ ইকবাল (অস্ট্রেলিয়া); মোঃ মনির হোসাইন (দক্ষিন কোরিয়া); মোফাজ্জল হোসেন (নিউজিল্যান্ড); আবু সায়েম আজাদ (সিঙ্গাপুর); মোঃ সম্রাট হাওলাদার রাজু (দক্ষিন কোরিয়া); জাহাঙ্গীর আলম খান (মালেশিয়া); হাবিবুর রহমান রতন (মালেশিয়া); মেহেদী হাসান খান চৌধুরী (নিউজিল্যান্ড); জিয়া উদ্দিন (সিঙ্গাপুর); ইমন রহমান (দক্ষিন কোরিয়া); খাইরুল ইসলাম নিজামী (হংকং); মোঃ খলিলুর রহমান (মালদ্বীপ); মুন্নি চৌধুরী মেধা (অস্ট্রেলিয়া); মাছিয়ামা মুনা ইব্রাহিম (জাপান); কানিজ ফাতেমা লিমা (নিউজিল্যান্ড)।
উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দির তিন বছর পূর্ণ হলো আজ। ২০১৮ সালের এই দিনে জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা বানোয়াট মামলায় ৭৬ বছর বয়স্ক সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে সাজা দিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি করা হয়। এই মামলায় গ্রেফতারের দেড় মাসের মাথায় জামিন পেলেও তাঁর মুক্তি মেলেনি। পরে আরো একটি মামলায় তাঁকে সাজা দেয়া হয়। একটির পর একটি নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আটক রাখা হয়েছে।