আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:১১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- ঝিনাইদহে গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়।
পুলিশ জানায়, গত শনিবার সদর উপজেলার পাকা গ্রামে দুই শিশুকে নিয়ে দ্বন্দের জেরে একটি শালিস বৈঠক হয়। সেসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এক পর্ষায়ে প্রতিপক্ষ গ্রæপের লোকজন ওই গ্রামের ইমরান হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আবস্থায় আজ সকালে সে মারা যায়। এদিকে এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উদ্ধার করে লুট হওয়া গরু।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |