আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৮
বিডি দিনকাল ডেস্ক :- রজার ফেদেরারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি (২১টি) গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়ার পথে দারুণভাবে এগিয়ে চলেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার টু এই স্প্যানিশ তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সোমবার চতুর্থ রাউন্ডে নাদাল ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন ষোড়শ বাছাই ইতালির ফাবিও ফগনিনিকে। অস্ট্রেলিয়ান ওপেনে ১৩তম এবং গ্র্যান্ড স্লামের আসরে ৪৩তম বারের মতো শেষ আটে নাম লেখালেন নাদাল। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানোস সিতসিপাস। গ্রিক তারকার সঙ্গে ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জিতেছিলেন নাদাল। ২২ বছর বয়সী সিতসিপাস চতুর্থ রাউন্ডে ওয়াকওভার পেয়েছেন নবম বাছাই ইতালির মাত্তেও বেরেত্তিনির বিপক্ষে। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন বেরেত্তিনি।
পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে নাম্বার ওয়ান তারকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই জার্মানির আলেকজান্ডার জভরেভ।
নারী এককের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। তৃতীয় বাছাই জাপানের নাওমি ওসাকার প্রতিপক্ষ অবাছাই চায়নিজ তাইপের হিয়েস সু-উই। আরেক কোয়ার্টার ফাইনালে লড়বেন দুই মার্কিন। ২২তম বাছাই জেনিফার বার্ডির মুখোমুখি হবেন অবাছাই জেসিকা পেগুলা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |