আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৩
ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসছেন দিল্লির বিদেশমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
সূত্র মতে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৫ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন। ২৬ শে মার্চের অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও ২৭ শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
নরেন্দ্র মোদির সফরের আলোচ্যসূচি ও সেই সময়ে যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে আগাম আলোচনায় আসছেন মন্ত্রী জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জয়শঙ্করের এটি হবে তার দ্বিতীয় ঢাকা সফর।
এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি প্রথম ঢাকায় এসেছিলেন। গত মাসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের সময়ে জয়শংকরের ঢাকা সফরের বিষয়টি আলোচিত হয়।
ওই সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভারতে সংসদের বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের বিরতির সময় তিনি ঢাকা সফর করতে পারেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |