আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১১
পাবনা : পাবনার সাঁথিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে নাজমুল (২৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামের কাটিয়াদহ বিল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নাজমুল সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও গ্রাম কমিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ একই গ্রামের আব্বাসের ছেলে সাকিলকে (২৩) গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নাজমুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নাজমুলকে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাড়ির লোকজন খোঁজাখুজি করে না পেয়ে দুপুরে বিষয়টি পুলিশকে জানান।
পরে পুলিশ শশদিয়া গ্রামের আব্বাস মোল্লার ছেলে সাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সাকিল জানান, নাজমুলকে হত্যা করে বিলে কচুরীপানার মধ্যে রেখেছে। সাকিলের দেওয়া তথ্যমতে, ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ শশদিয়া মাঠে কচুরীপানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে। আজ বুধবার লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহত নাজমুলের পিতা আব্দুল মজিদ বাদী হয়ে সাকিলের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করছেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সাকিলের দেওয়া তথ্যমতে, নাজমুলের লাশ উদ্ধার করা হয়। টাকা পয়সাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আরও তদন্তে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |