আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯
আরব আমিরাত :- সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ’ ড্র জিতেছেন এক বাংলাদেশি। তুরস্কের এক নাগরিকের সঙ্গে যৌথভাবে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি। ভাগ হওয়ার পর তিনি পাবেন ৫ লাখ দিরহাম বা এক কোটি ১৫ লাখেরও বেশি টাকা। জয়ী দুজনই দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। এ খবর দিয়েছে গালফ নিউজ।
খবরে বলা হয়, মাহজুজ ড্রতে জয়ী বাংলাদেশি হচ্ছেন ৪৩ বছর বয়সী বিপ্লপ। অপরদিকে তার সঙ্গে জয়ী হওয়া তুর্কি নাগরিক হচ্ছেন ৪৯ বছর বয়স্ক এয়ুপ। গত ১৩ই ফেব্রুয়ারি এই ড্র অনুষ্ঠিত হয়। এয়ুপ আরব আমিরাতের দুবাইতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন।
তিনি জানান, প্রায় ৫ বার নিজের লটারির নম্বর দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে এর জয়ী তিনিই। এয়ুপ বলেন, আমি ইউটিউবে অনুষ্ঠানটি সরাসরি দেখছিলাম এবং আমি হতভম্ব হয়ে গেলাম। এরপরই ইমেইল আসলো। আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। আমি ৫ বার নম্বর মিলিয়ে দেখলাম। এরপর আমার স্ত্রী ঘুম থেকে উঠলে তাকেও মিলিয়ে দেখতে বললাম।
বাংলাদেশি বিপ্লব জানান, এটি ছিল আমার দ্বিতীয় চেষ্টা। আমার এক বন্ধু মাহজুজের কথা জানায় আমাকে। আমি ভাবলাম চেষ্টা করে দেখি। শুক্রবার আমি ড্রতে অংশ নিলাম আর শনিবারই আমার কাছে মেইল আসলো। আমি তখন এটা বিশ্বাসই করতে পারিনি। আমি অত্যন্ত খুশি। বিপ্লপের এক সন্তান রয়েছে। তিনি আরব আমিরাতে একটি স্যালুনের মালিক। তিনি বলেন, তার এই টাকা দিয়ে তিনি তার পরিবার ও অন্য মানুষদের সাহায্য করবেন। বিপ্লপ জানান, আমার প্রথম কাজই হবে আমার ভাইকে সাহায্য করা। এরপর আমি আমার সহকর্মীদের সাহায্য করব যারা কঠিন সময় পার করছেন। এই অর্থ আমি আমার সন্তানের লেখাপড়ার জন্য ব্যয় করবো। তিনি তার ব্যবসা বড় করতেও বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন গালফ নিউজকে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |