আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ- দালালের সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে থেকে ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ ৩ জন, শ্যামকুড় সীমান্তের একাশিপাড়া থেকে নারী ও শিশুসহ ১২ জন, একই এলাকা থেকে সুরমা বিশ্বাস (৭০) নামের এক ভারতীয় নাগরিক ও শুক্রবার সকালে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে। আটককৃত বাংলাদেশীদের বাড়ি ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ব্রাহ্মনবাড়িয়া, মাদারীপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর, খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |