আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৬
জানা যায়, প্রগাঢ় অসাম্প্রদায়িক চেতনার এই মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেস যশোর জেলা কমিটির কার্যকরী পরিষদ সদস্য এবং নড়াইল মহকুমা কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি কৃষক জনতার স্বার্থের প্রশ্নে ছিলেন অনমনীয় এবং দৃঢ়চিত্ত। সেজন্য তেভাগা আন্দোলনে কারবান্দী নেতাদের পক্ষে বিনা পারিশ্রমিকেই করে গেছেন আইন পরামর্শকের কাজ। তিনি তেভাগা আন্দোলন নড়াইল মহকুমা সমন্বয় কমিটির নির্বাহী সদস্য ও আইন পরামর্শক ছিলেন। এছাড়া তেভাগা আন্দোলনে মুসলিম সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণে শীর্ষ ভূমিকা রাখেন। কাজ করেন নীল বিদ্রোহের নেপথ্য সংগঠক হিসেবে। ভারতীয় জাতীয় কংগ্রেস কৃষক সংগঠনেরও শীর্ষ সংগঠক ছিলেন। আফসার উদ্দীন আহমেদ ১৯৪৪-১৯৪৬-এ নড়াইলে ঘটা সাম্প্রদায়িক দাঙ্গা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অন্যতম শীর্ষ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৮ ও ১৯৫৫ সালে দুই মেয়াদে যশোর জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে সক্রিয়ভাবে কাজ করায় পুনরায় গ্রেফতার হন। ১৯৫৮ সালে তার নামে হুলিয়া জারি করা হয়। ১৯৬৬ সালে গ্রেফতার হন তিনি। ১৯৬৯ সালে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তার নামে। তিনি ছিলেন ৬ দফা আন্দোলন বৃহত্তর যশোর জেলা সমন্বয় পরিষদ ও ১১ দফা আন্দোলন নড়াইল মহকুমা যৌথ সমম্বয় পরিষদের সদস্য। ৬ দফা ও ১১ দফা আন্দোলনে অংশ নেয়ায় অ্যাডভোকেট আফসার উদ্দিনের বাসায় পুলিশি তাণ্ডব ও ভাঙচুর হয়।
তিনি ৫২ থেকে ৭১ পর্যন্ত রাজনৈতিক কারণে মামলার আসামিদের বিনা পারিশ্রমিকে আইনি পরামর্শ দিয়েছেন। পুলিশি প্রহার, নির্যাতন, জেল, জুলুম কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি আরবি ও ফার্সি ভাষায় দুটি বই রচনা করেছিলেন। লিখেছিলেন একটি পাটিগণিতের বই। স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তানিরা তার বাড়ি জ্বালিয়ে দিলে বইয়ের পাণ্ডলিপিগুলো পুড়ে যায়।
অ্যাডভোকেট আফসার উদ্দিন আজীবন নিজেকে গঠনমূলক কাজে নিয়োজিত রেখেছিলেন। নিজ গ্রাম চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়, পাশের তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়, মহিষখোলা প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও নড়াইল পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠতা ছিলেন তিনি। এছাড়া এলাকার বিভিন্ন মসজিদ নির্মাণেও ভূমিকা রেখেছেন এবং এসব প্রতিষ্ঠানের দায়িত্বে থেকেছেন। নড়াইল উকিল বারের একাধিকবারের সভাপতি তিনি। আজীবন ধর্মাচারী আফসার উদ্দীন আহমেদ নিজ ধর্মপালনে নিবেদিত থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ ছিলেন। অন্য ধর্মাবলম্বীদের যথোচিত মর্যাদায় ধর্মপালনের অধিকার রক্ষায় কখনো কখনো স্বধর্মীয়দের কোপানলে পড়েছেন। তবু কখনোই নীতি, আদর্শ, মানবিকতার প্রত্যয় থেকে বিচ্যুত হননি।
জাতীয় পর্যায়ের নেতৃত্বে অভিষিক্ত হওয়ার সম্ভাবনা ও সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজেকে কেন্দ্রীভূত রেখেছিলেন নড়াইলের রাজনীতি, সামাজিক উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে। পরমত সহিষ্ণুতার উজ্জ্বল ব্যতিক্রমী উদাহরণ তিনি। প্রথমে কংগ্রেস ও পরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হলেও বাম রাজনীতিবিদদের সঙ্গে তার সখ্যতা ছিল অপরিসীম। কমরেড অমল সেন, কমরেড হেমন্ত সরকার, কমরেড রসিক ঘোষ, কমরেড নেপাল সরকার তার বাড়িতে আসতেন। ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল কমরেড অমল সেনের সঙ্গে। অপার মৈত্রি আর পারিবারিক পর্যায়ের ঘনিষ্ঠতা ছিল তেভাগা আন্দোলন খ্যাত নুর জালাল মুন্সী, মোদাসসের মুন্সী প্রমুখের সঙ্গে। পক্ষান্তরে ব্যক্তিগত পর্যায়ের নিবিড় সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ, শহীদ মসিউর রহমান প্রমুখের সঙ্গে।
আফসার উদ্দীন আহমেদের বড় ছেলে শহীদ বুদ্ধিজীবী সাঈফ মীজানুর রহমান পিরোজপুরে ম্যাজিস্ট্রেট ও ট্রেজারি অফিসার থাকাকালীন স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণের কারণে পাকবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে ১৯৭১ সালের ৫ মে খুন হন। নরপিশাচেরা জীবিত মীজানকে ট্রাকের সঙ্গে বেঁধে সারা পিরোজপুরের প্রধান প্রধান সড়ক ঘুরিয়ে হত্যা করেছিল। ১৯৯৬ সালে সরকার তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করে এবং ২০১৪ সালে তাকে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে মরণোত্তর স্বাধীণতা পদকে ভূষিত করে।
অ্যাডভোকেট আফসার উদ্দিন তিন ছেলে ও তিন মেয়ের জনক। সন্তানেরা সবাই উচ্চশিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে সাঈফ মীজানুর রহমান শহীদ বুদ্ধিজীবী। মেজ ছেলে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন নড়াইলের বিভিন্ন সামাজিক, সৃজনশীল ও উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘নড়াইল বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। ছোট ছেলে ড. সাঈফ ফাতেউর রহমান শিক্ষাবিদ হিসেবে গবেষণাসহ জাতীয় পর্যায়ে অনেক সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। মেয়ে আফরোজা পারভীন পপি বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে (যুগ্মসচিব) গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন শেষে অবসরে আছেন। তিনি একজন স্বনামধন্য লেখিকা এবং তার লেখা অনেক বই পাঠকসমাদৃত হয়েছে। ছোট মেয়ে অধ্যাপক শারমিনা পারভীন হ্যাপী মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। তারও অনেকগুলো বই প্রকাশিত হয়েছে।
জানা যায়, বরেণ্য এই ব্যক্তিত্ব ১৯১৪ সালের ১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের কাজলা নদীর তীরবর্তী চাঁচড়ার প্রখ্যাত বিশ্বাস পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর নড়াইল শহরের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |