সখিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সখিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা:- -সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুরে রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ভাষা ও দেশাত্মবোধক কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলার হাতীবান্দার তালিমঘরে ড. আ. সামাদের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।