অমর একুশে ফেব্রুয়ারি
শহীদ দিবস-
বিশ্বইতিহাসে রচিত হলো
এক নতুন অধ্যায়,
ইতিহাসের স্রষ্টা তোমরা
হে মহান ভাষা শহীদ,
জাতি তোমাদের স্মরণ করে
পরম শ্রদ্ধা আর ভালোবাসায়-
প্রতি বছর এই দিনে
দৃপ্ত শপথে, দৃড় প্রত্যয়ে।
প্রতিবাদী চেতনার মূর্ত প্রতীক তোমরা
কীর্তি তোমাদের মহান,
অকুতোভয় সৈনিক তোমরা
মৃত্যুকে করলে জয়,
আত্মত্যাগের মহান দৃষ্টান্ত
স্থাপিত হলো, শহীদ হলে তোমরা-
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান
অভিবাদন তোমাদের শত-সহস্রবার।
মিছিলের অগ্রভাগে তোমরা
স্লোগানে স্লোগানে
প্রকম্পিত হলো রাজপথ
কেঁপে উঠল ক্ষমতার মসনদ,
উপেক্ষিত হলো রাষ্টীয় বাহিনীর
লাঠি-গুলি-টিয়ারগ্যাস,
পদদলিত হলো রাষ্ট্রীয় সন্ত্রাস,
বিপ্লবী শুভেচ্ছা তোমাদের।
বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষায়
অধিষ্ঠিত হলো,
একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি পেল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের,
তোমাদের প্রদর্শিত পথে
রচিত হলো-
বাঙলা ও বাঙালির মুক্তির সনদ
লাল সালাম তোমাদের।
উন্মোচিত হলো আন্দোলনের ইতিহাস
আর নানা দিগন্ত-
বাষট্টি, ছেষট্টি আর
ঊনসত্তরের ধারাবাহিকতায়
একাত্তরের মুক্তিসংগ্রাম,
রচিত হলো অমর কাব্যগাথা-
আমার ভাইয়ের রক্তে রাঙানো