আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫২
আবুবকর সিদ্দিক.জয়পুরহাটঃ- আগামী ২৮ ফেব্রæয়ারী রবিবার জয়পুরহাট পৌরসভার নির্বাচন। বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ের ব্যপারে আশাবাদী। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে ভোট। সে কারনে পৌর এলাকায় এখন বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার রাস্তঘাটসহ অলিগলি। চলছে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে গণসংযোগ। ভোটকে কেন্দ্র করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন ও সাধারন কাউন্সিলর পদে ৭০ জন প্রতিদ্বন্দিতা করছেন। তবে প্রার্থী যতই হোকনা কেন মেয়র পদে মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। অপরদিকে বিএনপি প্রার্থী অধ্যক্ষ শামসুল হক বলেন ভোটাররা ১২ বছর ভোট দিতে পারেনি, আবার স্থানীয় সরকার নিরবাচনেও জোর জবরদস্তি, ভোট ডাকাতি শুরু করেছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে আশা করছেন। আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণে শতভাগ বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন।
জয়পুরহাট পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে। এ পৌরসভায় মোট ভোটার ৫২ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ২৬ হাজার ৮৫৬ জন মহিলা ও ২৫ হাজার ৬১৭ জন পুরুষ ভোটার। মোট ভোট কেন্দ্র ২২ টি। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিএনপি থেকে ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন গত পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী শহীদ জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক। ইসলামী ঐক্যজোট থেকে পাখা মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন মাওঃ জহুরুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাগ মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন হাসিবুল আলম লিটন (জামায়াত)ও নারিকেল গাছ মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন বেদারুল ইসলাম বেদ্বীন। ৫ জন মেয়র প্রার্থী থাকলেও মুল লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। এছাড়া কাউন্সিলর আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একাধিক প্রার্থীরা তাদের প্রচারণা করছেন জোরেসোরে। জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা ধরনের উন্নয়ন আর কাজের প্রতিশ্রæতি।
এ ব্যাপারে এলাকার একাধিক ভোটারের সাথে কথা বললে তারা জানান, এতসব উন্নয়ন আর কাজের প্রতিশ্রæতি নয়, সৎ যোগ্য ও জনদরদী প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যারা তাদের সুখে-দু:খে পাশে থাকবে সবসময়। অনেকে বলছেন ভোটের দিন ভোটের সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা। ভোট দিতে পারবো কিনা এপ্রশ্ন অনেকের মুখে , গত নির্বাচনে ককটেল বিস্ফোরেনের ফলে অনেক কেন্দ্র বন্ধ হয়ে যায়। । তবে সবার আশা ভোট সুষ্ঠু ও শান্তিপুর্ণ হোক।
এ ব্যাপারে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায়। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সাহেব এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তার এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আশা রাখছি। অপরদিকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুল হক জানান, সাধারন ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আমরা ইভিএম মেশিনে ভোট দেয়ার আপত্তি করেছি , কিন্তু নির্বাচন কমিশন জোর কওে ইভিএম মেশিনেই ভোট নিবে। বিএনপি একটি উদার গনতান্ত্রিক দল, যার জন্য ভোটে অংশ গ্রহন করছে। তবে সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়ী হবে।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, পৌর নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এইবারে প্রথম ইভিএম এ ভোট হওয়ায় প্রশাসন এ ব্যাপারে জনসচেতনতা তৈরীতে কাজ করে চলছে। নির্বাচনী মাঠে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম, পুলিশ, র্যাব, বিজিবিসহ রাখা হয়েছে সার্বক্ষণিক নজরদারী। ভোট সুষ্ঠু ও শান্তিপুর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জয়পুরহাট পৌরসভার মানুষ চান সৎ, যোগ্য ও জনদরদী প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। যাতে এলাকার উন্নয়ন হয়। তবে ভোটের দিন কি হবে, আর কে হবেন পৌরপিতা তা জানার জন্য সকলকে অপেক্ষা করতে হবে আগামী ২৮ ফেব্রæয়ারীর রবিবার ভোট গননা পর্যন্ত।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |