সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা:- টাঙ্গাইলের সখিপুরের জমিয়াতুল মোদার্রেছীনের কমিটি কে কেন্দ্র করে চরম অসন্তোষ বিরাজ করছে। দুইটি গ্রুপের দ্বন্দ্বের কারণে আগামী সপ্তাহে তাদের নিজস্ব কার্যালয়ে তালা দেওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, গত ৩০নভেম্বর ২০১৯ সালে সখিপুর উপজেলা হলরুমে সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর ইদ্রিস আলি খান এর উপস্থিতিতে সখিপুর উপজেলার কালিদাস পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ এক বছরেও বর্তমান জবর দখলকারী সভাপতি মাওলানা সাইফুল ইসলাম কোন প্রকার সহযোগিতা না করায় অন্যান্য মাদ্রাসার সুপার গান ক্ষুব্দ এবং আগামী সপ্তাহে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিবে বলে জানা গেছে। এ বিষয়ে সখিপুরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। আজ বুধবার এক জরুরি সভায় নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।