আজ শনিবার | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৯
শরীয়তপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জুনায়েদ হোসেন ফরাজি (১৭)-এর হত্যাকারীদের বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, শহীদ পরিবার।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) শরীয়তপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জুনায়েদ হত্যা মামলার আসামি রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং শহীদ পরিবারের নিরাপত্তার দাবি করা হয়।
এসময় শহীদ জুনায়েদের বাবা শাহ আলম ফরাজি বলেন, আমার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। এখন হত্যা মামলার আসামিরা আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।
তিনি আরও বলেন, ঈদের দিনেও জুনায়েদ হত্যা মামলার আসামি রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবরের নেতৃত্বে আমার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করে। শহীদ জুনায়েদের কবরের প্রাচীর ভাঙচুর, ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
এদিকে অনেকেই, ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ জুনায়েদ ফরাজির বাড়িতে ও পরিবারের উপর এবং শহীদের কবরের প্রাচীরে সন্ত্রাসীদের হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, শহীদ জুনায়েদ হোসেন ফরাজি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকার শাহ আলম ফরাজির বড় ছেলে। সে ঢাকার মিরপুর-১০ এ একটি কম্পিউটারের দোকানে চাকরি করত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে মারা যায় জুনায়েদ।
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪০ অপরাহ্ণ |