আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৬
মোহাম্মদ শরীফুল ্ইসলাম:- কালিহাতীতে এক স্কুল ছাত্রীকে মোবাইল ফোনে ঘরের বাইরে ডেকে নিয়ে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন এক হত্যাকারী।
হত্যাকারী কালিহাতী উপজেলার দত্তগ্রামের মো. আব্দুল বাছেদের ছেলে মো. শবদুল (২৩)।
সে ওই স্কুলছাত্রীকে বিয়ে করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসাবশতঃ তাকে খুন করে বলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে স্বীকার করেন।
০১ ফেব্রুয়ারি সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলমের আদালতে ঘাতক শবদুল এই স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে দত্তগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) নিহত স্কুলছাত্রী আশা আক্তার (১৭)কে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় রবিবার বিকালে আশার মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
নিহত স্কুলছাত্রী বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সেই প্রবাসী আনোয়ার হোসেন ও সুফিয়া বেগম দম্পতির মেয়ে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |