আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৭
বিডি দিনকাল,ডেস্ক :-ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে অন্যায়ভাবে অব্যাহতি দেয়ায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিএসপিপি’র এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানায়।
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরি থেকে অন্যায়ভাবে অব্যাহতির তীব্র প্রতিবাদ করে নেতৃবৃন্দ বলেন- স্বৈরাচারী সরকার পেশাজীবীদের বাকরুদ্ধ করার এক নীল-নকশার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এ অপকর্ম করেছে। অধ্যাপক ড. মোর্শেদকে একটি পত্রিকায় নিবন্ধ লেখার অজুহাতে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএসপিপি’র পক্ষ থেকে আরও বলা হয়, অধ্যাপক ড. মোর্শেদকে যে প্রক্রিয়ায় চাকুরী হতে অব্যাহতি দেয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর পরিপন্থী। আমরা তাঁর অবৈধ অব্যাহতির আদেশ প্রত্যাহার ও চাকুরীতে পুনঃবহালের জোর দাবী জানাচ্ছি।
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরি থেকে অব্যাহতির প্রতিবাদে-
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরি থেকে অব্যাহতির তীব্র প্রতিবাদ ও চাকুরীতে পুনঃবহালের দাবীতে- পেশাজীবী সমাবেশ ও মানববন্ধন-এর আয়োজন করা হয়েছে।
সমাবেশে উপস্থিত থাকবেন- বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএফইউজে’র সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, মহাসচিব এম. আবদুল্লাহ, সুপ্রিম কোট বার এসোসিয়েশন এর সভাপতি এড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিঃ আ.ন.হ. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহসচিব ইঞ্জিঃ হাসিন আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট এর আহŸায়ক রাশেদুল হাসান, সিনিয়র যুগ্ম-আহŸায়ক অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, সদস্য সচিব- অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, আহবায়ক সাদাদল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহŸায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’র আহবায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, এমবিএ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব জনাব শাকিল ওয়াহেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান সহ সিনিয়র পেশাজীবী নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি-BSPP Press Release 26.09.2020
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |