আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৮
স্টাফ রিপোর্টার:- রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন। ইতিপূর্বে তিনি আরজেএফ’র শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরপর দুইবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংগঠনের সাংগঠনিক অবকাঠানো জোরদার করার লক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকার মুক্তি চাইনিজে অনুষ্ঠিত আরজেএফ’র যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এ ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন আরজেএফ’র প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা পরিষদ সদস্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, আরজেএফ’র উপদেষ্টা পরিষদ সদস্য ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খান। এ সময় উপস্থিত ছিলেন, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ, যুগ্ম মহাসচিব আল-আমিন শাওন, অর্থ সম্পাদক সৈয়দ আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক শামিম, বন ও পরিবেশ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা সম্পাদক উর্মি রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাসুদ আলম, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ছানাউল্যাহ, সাধারণ পরিষদ সদস্য মোঃ শামসুল আলম ও মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
এছাড়াও সভায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে আরজেএফ’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হককে পদোন্নতি দিয়ে সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য মনোনীত করা হয়েছে। আর আগামী ২০ মার্চ আরজেএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে করোণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ছবির ক্যাপশন:
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওনকে ফুল দিয়ে বরণ করছেন আরজেএফ’র নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |