আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪১
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ায় হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ৫০৩ পুড়িয়া হেরোইন ও ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, শুক্রবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলো- আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মৃত নূর হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি গ্রামের মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। পলাতকরা হলো- আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার এছাক আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫) ও আশুলিয়ার চিত্রশাইল কান্দার মোড় এলাকার আল আমিন (৩৬)। এ সময় তাদের নিকট তল্লাশী চালিয়ে ৫০৩ পুড়িয়া হেরোইন ও ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা। তিনি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |