আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৫
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে অভিনব কায়দায় মাদক (গাঁজা) বিক্রয় কালে আছান হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবাার রাতে সদর উপজেলার মধুপুর এলাকার এন এস বি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের রউফ মোল্যার ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে আছান হোসেনকে আটক করা হয়। পরে তার কাছের ব্যাগের মধ্যে থাকা একটি সাইন্ড বক্সের ভিতরে রাখা ৭ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে এবং এ ঘটনায় ঝিানইদহ থানায় একটি মাদক মামলা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |