আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪১
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের গুলিতে ওয়ারেন্টভুক্ত রুবেল শাহ নামের এক আসামি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায়, ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকার নাঢ়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই আসামিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় রামপুর বাজার এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল শাহাকে ধরতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রুবেল চাকু দিয়ে হামলা করে। এতে আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলি চালায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রুবেল শাহার বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। অভিযানকালে তার নিকট থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, আহত ফরিদগঞ্জ থানা পুলিশের এএসআই মো. জামশেদ ও শফিক মিয়াকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |