- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, ও বাইসাইকেল বিতরন
জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, ও বাইসাইকেল বিতরন
প্রকাশ: ১৩ মার্চ, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট :-প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ” বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচীর আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, জয়পুরহাট সদর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব মোঃ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন চন্দ্র রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ মোঃ আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যানএস, এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বিজ্ঞ জিপি এড. মমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ পিপি এড. নৃপেন্দ্র নাথ মন্ডল, আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ভূমি রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা নন্দলাল পার্সি, সাধারণ সম্পাদক জয়পুরহাট লাইব্রেরি এন্ড ক্লাব এর সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বীথি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ২০৮ জন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, মাধ্যমিক পর্যায়ের ১৬০ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি, ১০২ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও ৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
Please follow and like us:
20 20