- প্রচ্ছদ
-
- রংপুর
- রানীশংকৈলে সঙ্গীত শিল্পী নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
রানীশংকৈলে সঙ্গীত শিল্পী নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
প্রকাশ: ১৪ মার্চ, ২০২১ ৪:১৮ পূর্বাহ্ণ
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত নাজমুল হক নজুর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তিনি রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের কার্যকরি পরিষদের সদস্য ছিলেন।
এ উপলক্ষে ১৩ মার্চ শনিবার রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের আয়োজনে সাবেক সংসদ ইয়াসীন আলীর সভাপতিত্বে সংগীত বিদ্যালয়ে শোক ও স্মরণসভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আ’লী সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন , পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
এছাড়াও প্রভাষক বেনু বসাক, শেফাউল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, অনিল বসাক,আব্দুল খালেক,উদয় শর্মা সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । সঞ্চালনা করেন প্রভাষক ও আ’লীগ নেতা প্রশান্ত কুমার বসাক।
Please follow and like us:
20 20