আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৫
জেবু নজরুল ইসলাম :-
> অপেক্ষায় থাকবো তোমার জন্য হাজার বছর
> কিংবা অনন্ত কাল,
> ভালবাসি বলেইত এতো কাছে টানি তোমাকে
> ইচ্ছে করে খুব কাছে পেতে হৃদয়ের কাছাকাছি
> ক্ষুধিত চিলের মতো তোমার চারপাশে
> বার বার ফিরে ফিরে আসি।
>
> গোধূলির আবীরে আকাশ যখন রাঙিয়ে যায়
> সাঁঝের আকাশ যখন হয় নীলিমায় নীল,
> যখন সন্ধ্যায় পাখিরা আপন কুলায় ফিরে আসে,
> তোমাকে খুব পেতে ইচ্ছে করে হৃদয়ের কাছে।
>
> হয়ে গেছো তুমি আমার কাব্যের প্রাণ,
> অহো-রাত্রির ভাবনা, আমার স্বপ্নের পৃথিবীর
> সুখের একমাত্র অনুভুতি,প্রশান্তির নিকেতন,
> তোমাকে ভাবলে একবার
> ভোরের শীতল শিশির নামে আসে বুকের গভীরে।
>
> শরতের সকালে শিউলীগুলো যখন
> দুহাতে তুলেনেই, তোমার মূর্তি গড়ে উঠে
> বুকের ভেতর, শ্রাবণ সন্ধ্যার বৃষ্টির মতো
> সুখের অনুভুতিতে মন ভরে যায়,ইচ্ছে করে
> হৃদয়ের কাছে পেতে তোমাকে তখন।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |