আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৮
বিডি দিনকাল ডেস্কঃ- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা সরকারে আছেন তারা নির্বাচিত সরকার নন, তারা বেআইনিভাবে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচনের আগের রাতে ভোট করে ক্ষমতা দখল করে আছে। এখন তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আইনের আশ্রয় নিয়ে তারা সেই কাজটি করছেন। আজ দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার এমন কতগুলো আইন তৈরি করেছেন যা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণœ করছেন। ডিজিটাল নিরাপত্তা আইন করে বাংলাদেশের গোটা সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করে ফেলেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, খোন্দাকার দেলোয়ার হোসেনের পুত্র খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, খোন্দকার আকবর হোসেন বাবলুসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
খোন্দকার দেলোয়ার হোসেন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ। ১/১১-তে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব¡ কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, ২০১১ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার দেলোয়ার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় বিএনপির নানা সঙ্কটে খালেদা জিয়ার পক্ষে তিনি জোরালো ভূমিকা পালন করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |