আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:০৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট পৌরসভা এলাকা স¤প্রসারণ বিষয়ে প্রকাশিত গেজেট এর বিরুদ্ধে একটি মহলের জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা দূরীকরণে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। আজ বেলা ১১ টায় জয়পুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুন করে সীমানা বর্ধিত হওয়া বম্বু, পুরানাপৈল ও দোগাছী ইউনিয়নের ৩ চেয়ারম্যান, জয়পুরহাট পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়িরর সহ সবাপতি মোল্যা সামসুল আলম, , গোলাম হক্কানী, ্, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহরুল ইসলাম, পুরানাপলৈ ইউপি চেয়ারম্যান খোরসেদআলম,সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মেয়র মোস্তাক বলেন, বিশেষ মহলের অভিযোগটি সত্য নয়। গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন বন্ধ করার কোন প্রয়াস নেই। প্রকৃত পক্ষে ২০০৯ সাল থেকে পৌরসভা সম্প্রসারণের দাপ্তরিক কার্যক্রম চলে আসছে। ইতোপূর্বে নির্বাচিত মেয়র যথাক্রমে ফজলুর রহমান ও আব্দুল আজিজ মোল্লা পৌরসভার অভ্যন্তরিণ সভায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহন করে যথাযথ প্রকৃয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরন করে। সম্প্রসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় ইতোপূর্বে দায়িত্বরত জেলা প্রশাসক যথাক্রমে আব্দুর রহিম, মোকাম্মেল হক এবং জাকির হোসেনের সময় কালীন জেলা সমন্বয় সভায় একাধিক বার সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহিত হয়। এবং যথাযথ প্রকৃয়ায় তা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। কাজেই সম্প্রসারণের কাজটি প্রায় ১ যুগ পূর্বে শুরু হয়েছিল। দীর্ঘ সময়ের পর প্রাথমিক ভাবে সম্প্রসারণ গেজেট প্রকাশিত হয়। এর সাথে আমি বা আমার পরিষদের কেউ অথবা প্রস্তাবিত ৩টি ইউনিয়নের চেয়ারম্যানদের যোগ সাজশ ন্ইে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোন প্রয়াসই আমাদের নেই। গেজেট প্রকাশের সাথে নির্বাচন বন্ধের কোন সম্পর্ক নেই বলে আমরা মনে করি। তবে যদি কেউ রিট আবেদন করেন, তাহলে ভিন্ন কথা। তাই এ বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস থেকে বিরত থাকবার জন্য বিশেষ মহলটির প্রতি আহবান জানাচ্ছি। সচেতন নাগরিক সমাজের ব্যানারে যারা বিভ্রান্তি সৃষ্টি করে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে চাচ্ছেন, তারা মনে রাখবেন আপনাদের জামানতই খুঁজে পাবেন না।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |