আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:২০
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে নওগাঁ জেলার ৩ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল নওগাঁ জেলার সভাপতি মো: শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল এসব ইউনিট কমিটি অনুমোদন করেন।
নওগাঁ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:
১.নওগাঁ সদর উপজেলা : আহবায়ক : মো: দেওয়ান কামরুজ্জামান কামাল, সদস্য সচিব : মো: মোস্তাফিজুর রহমান মানিক । যুগ্ম আহবায়ক-১. মো: তুঘলক খান শোভন ২.মো: হাসিবুর রহমান প্লাবন ৩.মো: দেওয়ান সবুজ হোসেন ৪.মো: সোহেল রানা ৫ মো: স্বাধীন ৬. মো: দাফিজ হোসেন রাজীব ৭.মো: রাকিবুল হাসান রাকিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.নওগাঁ পৌর : আহবায়ক : মো: জাহাঙ্গীর আলম গুলজার, সদস্য সচিব : মো: নওশাদ খান এরশাদ। যুগ্ম আহবায়ক -১.মো: মুশফিকুর রহমান সুজন চৌধুরী ২. মো:শাহী ফরহাদ তানভির ৩. মো:আব্দুল্লাহ আল মামুন শিমুল ৪. মো: বাপ্পী হোসেন ছোটন ৫.মো: শাহানুর রহমান শিমুল ৬. মো: আবু রায়হান রূপম ৭.মো: গোলাম মোস্তফা তাতু ৮. কে.এম রাব্বির রিফাত স্বচ্ছ ৯. এসএমএন এইচ রিয়াদ মাহমুদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.সাপাহার উপজেলা : আহবায়ক : মো: মোতাহার হোসেন , সদস্য সচিব: মো: সাদ্দাম হোসেন। যুগ্ম আহবায়ক- ১ মো: বদিউজ্জামান স্বপন ২.মো: আতাউর রহমান ৩.মো: আমিরুল ইসলাম ৪. মো: কে.ডি সাহেব আলী ৫. মো: শফিকুল ইসলাম ৬.মো: মামুন হোসেন ৭.মো: মোশারফ হোসেন ৮ মো: শরিফুদ্দিন ফিটু ৯ মো: আব্দুল আওয়াল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো ।JSSD-PRESS RELEASE-19-03-2021
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |