আজ বুধবার | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫৩
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল দখলের চেষ্টা করেছে একদল চিহ্নিত সন্ত্রাসী। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে। এতে করে তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টি হয়ে বিপাকে পড়েন যাত্রীরা।
এই ঘটনায় টার্মিনালে ব্যপক উত্তেজনা বিরাজ করছিল।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
প্রত্যক্ষদর্শী পরিবহন শ্রমিকরা জানায়, বাসাবি কোম্পানির মালিক কামাল জামাল ও চিহ্নিত সন্ত্রাসী আক্তারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী মহাখালী বাস টার্মিনালের বিলাস পরিবহনের কাউন্টার দখলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। সন্ত্রাসীরা কাউন্টারের লোকজনকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করলে টার্মিনালের পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তেজগাঁও সাতরাস্তা থেকে মহাখালী হয়ে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইতিমধ্যে বনানী থানায় অভিযোগ্য দায়ের হয়েছে । এজাহারে প্রধান আসামী মিজানুর রহমান আক্তার সহ নামধারি আসামীর সংখ্যা ১৬ জন। অজ্ঞাত সংখ্যক আসামী রয়েছেন আরও বেশ কয়েকজন। এই মামলায় ১৩ নং আসামী হিসেবে শিল্পপতি কামাল জামাল মোল্লার নাম রয়েছে।
বনানী থানার মামলা নাম্বার ১৩/ ১৪-৪-২০২৫ ইং। তদন্তকর্মকর্তার দায়িত্বে রয়েছে থানার এস আই সাইফুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃমেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, টার্মিনালে গণ্ডগোল হয়েছে। এই বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে , শিল্পপতি কামাল জামাল নামের এই ব্যক্তি অত্তান্ত দুরন্দর । সে বিগত পতিত হাসিনা সরকারের মন্ত্রী, এমপি ও পুলিশ প্রশাসন এর ছত্রছায়ায় ছিল। গুলশান , বনানী এলাকায় ব্যাপক অপকর্ম করেছে বলে বিভিন্ন সূত্র থেকে যানা যায়।
হাসিনার সরকারের পতনের পর ভোল পালটিয়ে বিএনপিতে ভিড়তে চাইছে। তাকে বিএনপির বিভিন্ন সভায়ও দেখা গিয়েছে।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিএনপির নেতা কর্মীরা বলেছে, এত বছর এই ব্যাক্তি কোথায় ছিলেন। বিএনপির মিটিং মিছিলে তাকে কখনই দেখা যায় নাই। হটাত করে তিনি এখন বিএনপি সেজেছেন । মুলত সে আওয়ামীলীগের লোক। এই কামাল জামালের শাস্তি দাবি করেছেন বনানী-গুলশান থানা বিএনপির বহু নেতাকর্মী।বিএনপিতে কোন ভাবেই ভিড়তে না পারে এই জন্য বিএনপির হাইকমান্ড এর দৃষ্টি আকর্ষণ করেছেন।
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৯ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৮ অপরাহ্ণ |