আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৮
জেবু নজরুল ইসলাম:-
একদিন তুমিই ছিলে আমার গগনে সোনালি চিল,
ছিলো নদীর ঢেউয়ের মতো তোমার ছন্দময় গতি আর অবাধ বিচরণ আমার দিগন্ত ব্যাপী।
তোমার ছোঁয়া পেলে উষ্ণতায় যেমনি ভরে যেতো দেহ মন তেমনি তুমিও থাকতে প্রাণবন্ত উচ্ছল ঝর্ণার মতো।
আজ হয়তো তোমার মনে নেই নতুবা ভুলে গেছো সে দিনের সেই কথা কিংবা ফেলে আসা উজ্জ্বল সোনালি দিনগুলো।
আমার দুচোখের গভীরে
রঙিন স্বপ্ন সেতো তুমিই ছিলে, কি করে ভুলে গেলে, তুমিই ছিলে আমার গানের রাগিণী আর নতুন নতুন কবিতা সৃষ্টির সবুজ শ্যামল উৎস ভূমি,
তোমার ডানার শীতল বাতাসে ছিলাম বিমুগ্ধ বিভোর কখনো আবার অধীর উন্মনা।
বুকের সরোবরে তুমি নীল পদ্ম হয়ে ফুটে থাকতে
কখনো বা আমার মনবাগিচার বিকশিত গোলাপ হয়ে বিলাতে সুরভী।
তোমাকে নিয়ে স্বপ্নের জাল বুনে যেতাম মাকড়শার মতো প্রতিটি পলক, থাকতাম দিশেহারা তোমার মাঝে রাত্রি-দিন অবিরত।
সেই তুমি আজ আমার বুকের ব্যথার দহন, অতৃপ্ত হূদয়ের তপ্ত দীর্ঘ নিঃশ্বাস
আর নীদহারা নিশীথে নীরবে ঝরে পড়া বিরহী শিশিরের মতো গোপন কান্না আত্মার গহিনে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |