বিডি দিনকাল ডেস্ক :- বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জে এম আমিনুল ইসলাম লিপনকে গতরাতে তার বাসা থেকে এবং নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান মিথ্যা মামলায় আজ আদালতে হাজিরা দিতে গেলে সেখান থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হাসিবুর রহমান খান মুন্না, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিন, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম এবং গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে’র বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ আওয়ামী সরকারের দুঃশাসন ও হিংসাত্মক অপরাজনীতির কারনে দেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। নব্য একদলীয় শাসনকে স্থায়ী রুপ দিতে তারা নানামূখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আওয়ামী সরকার শুধু বিরোধী নেতা-কর্মীদেরকেই গুম-খুন-অপহরণ-গ্রেফতার কিংবা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের নয়, নিরীহ আম জনতাও তাদের নৃশংস আক্রমণ ও জুলুম থেকে রেহাই পাচ্ছে না। বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে আন্দোলন সংগ্রাম থেকে ভয় পাইয়ে দিতেই বর্তমান গণবিচ্ছিন্ন সরকার নানাবিধ অপকর্ম অব্যাহত রেখেছে। তবে এসব অপকর্ম সংঘটিত করে আওয়ামী লীগ তাদের বাকশালী শাসন দীর্ঘায়িত করতে পারবে না। অচিরেই জনগণকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ৫ জানুয়ারী প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দখলকারী অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে। বর্তমান অবৈধ সরকারের সৃষ্ট নানামূখী সন্ত্রাস, নিপীড়ন, নির্যাতন ও দূর্নীতির বৃত্তে বাংলাদেশ আজ এক নিষ্ঠুর কারাগারে পরিণত হয়েছে। হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা, নির্যাতন-নিপীড়ণ বর্তমান গণধিকৃত সরকারের দুর্বিনীত দুঃশাসনের ফল।
গণতন্ত্রের লেবাস পরে এবং মিথ্যাচারকে পূঁজি করে বর্তমান সরকার এতটাই নির্মম ও প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্যায় ও দুরভীসন্ধিমূলকভাবে বানোয়াট ও হাস্যকর মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে রাজনৈতিক কর্মকান্ড থেকে দুরে রাখার ষড়যন্ত্র করছে। এই সমস্ত দমন-পীড়ণের মাধ্যমে নিজেদের অন্যায়, অবৈধ ও গণতন্ত্র বিনাশী মধ্যযুগীয় শাসনকে পাকাপোক্ত করতে চাচ্ছে বর্তমান অবৈধ সরকার।
এই ধরণের নির্যাতন-নিপীড়ণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। মূলত: বর্তমান অপশাসন নিয়ে সোচ্চার জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে এটি সরকারের ধারাবাহিক কুটকৌশল। এসব কুটকৌশল ও অপকর্মের মূল লক্ষ্য একটাই-তাহলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবেনা। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশী ঐক্যবদ্ধ।
আমরা অবিলম্বে জে এম আমিনুল ইসলাম লিপন এবং খন্দকার ফশিয়ার রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মামলা প্রত্যাহার এবং তাদের নি:শর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি গাজীপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ হাসিবুর রহমান খান মুন্না, শাহাদাত হোসেন শাহিন, নুরুল আলম এবং বাপ্পি দে’র বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।”JSSD-STATEMENT-29 MARCH 2021
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |