আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৬
চট্টগ্রাম:- চট্টগ্রামের কাজিরদেউড়ি বিএনপি কার্যালয় নাসিমন ভবনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৫ নেতাকর্মী আটকের পর এবার নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ব্যক্তিগত মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ২ সহযোগীসহ তাকে আটক করা হয়। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার বলেন, ‘সন্ধ্যায় পুলিশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত ও তার পিএ মারুফসহ তিনজনকে আটক করা হয়েছে। এর আগে বিএনপি অফিস থেকে নগর মহিলাদলের সভানেত্রীসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছিল। ‘
সোমবার দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার কাজিরদেউড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। এসময় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষে রুপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে নগর মহিলাদলের সাবেক সভানেত্রীকে আটক করা হয়।
এদিকে, আটক হওয়ার আগে বিকেল ৫ টায় ডা.শাহাদাত হোসেন বলেছিলেন,’আজকের সমাবেশের বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছে।এরপরও পুলিশ বিনা উস্কানিতে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের ২৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |