আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৪৩
বিডি দিনকাল ডেস্ক :- দু’দিন বাদেই ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। পরস্পরকে তীব্র আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ধাক্কাধাক্কিতে আহত হন মমতা। চক্রান্তের অভিযোগ করে তখন তিনি বলেছিলেন, ৪-৫ জন মিলে ঠেলে দিয়েছে। পরে গাড়ির দরজায় আঘাত লাগার কথা বললেও সোমবার নন্দীগ্রামে সরাসরি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের আঙুল তুলেন মুখ্যমন্ত্রী মমতা।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয় এদিন মমতা বলেন, ‘‘ভোটের সময় তুই আমার পা জখম করিয়েছিস। আমি চেপে গেছি ভদ্রতা করে। আজও আমায় পা ভাঙা নিয়ে হুইলচেয়ারে বসে মিটিং করতে হচ্ছে। তোমার নির্দেশ ছাড়া এ সব হতে পারে না। কোন নন্দীগ্রামের লোক এ সব করতে পারে না।বহিরাগত গুন্ডাদের দিয়ে এ সব করিয়েছ তুমি।’’
দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোটগ্রহণ নন্দীগ্রামে। বুধবার শেষ হবে প্রচার পর্ব। তার আগে একটির পর একটি কর্মসূচিতে যোগ দেন মমতা। এদিন নিজেকে ‘আহত বাঘ’ হিসেবে উল্লেখ করে মমতা বলেন, ‘‘মনে রাখবেন মৃত বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর।’’
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |