- প্রচ্ছদ
-
- খুলনা
- নড়াইল থেকে বিলুপ্ত হয়ে গেছে হস্তচালিত স-মিল
নড়াইল থেকে বিলুপ্ত হয়ে গেছে হস্তচালিত স-মিল
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:০৬ পূর্বাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ -নড়াইল থেকে আজ বিলুপ্ত হয়ে গেছে হস্তচালিত স-মিল। বিভিন্ন আধুনিকায়নের জাতা কলে হস্ত শিল্পের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে। তবে তার মধ্যে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে হস্তচালিত এই স- মিল। ৯০ দশকের দিকেও কিছু কিছু এলাকাতে দেখা যেতো। ২০০০ সালের পরে আর আজ ও আমার চোখে পরে নাই। ফেসবুকেে হঠাৎ করে ছবিটা চোখে পরে গেলো, ছবিটা সংগৃত ফেসবুক থেকে। এখন ডিজিটালের বলে কথা। বিভিন্ন কল কারখানা মেশিন দ্বারা পরিচালিত আর সেই আগের যুগে এই কাজ গুলো হাতে করতো এখন সেই কাজ গুলোই মেশিন দ্বারা পরিচালিত। গ্রামীন এই স- মিল গুলো আগে বাড়ি বাড়ি গিয়ে বাঁশ কাঠ দিয়ে মাচা বানিয়ে ৫-৬ জন মানুষ কাঠ চিরাই করতো, সেই চিরাই এখন মেশিনে হয়। বিভিন্ন বাজার ঘাটে এখন মেশিন বা মটর চালিত স-মিল দেখা যায়। অথচ এই হস্ত চালিত চিরাই মিল দেখা যায় না। সব কিছু কালের পরিবর্তন,আর আধুনিকতার ছোয়া। ১০৫ বছর বয়সি এক বাবা জিঞাসা করলে তিনি বললেন, আগে একটা ঘরের কাঠ চিরাই করতে ৮-১০ দিন সময় লাগতো আর এখন ২ ঘন্টা সময়ে তা করা সম্ভব। সব কিছুই কালের পরিবর্তন।
Please follow and like us:
20 20