আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৫
ঢাকা: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ৮ এপ্রিল থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ কর্মসূচিও চলবে। সেইসঙ্গে রমজান মাসেও চালু থাকবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।
মঙ্গলবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অধ্যাপক ফ্লোরা জানান, ‘ইতোমধ্যেই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করা হবে। সেইসঙ্গে প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চালু রাখা হবে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যেই যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী যে কেন্দ্র থেকে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে সেখান থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। ইতোমধ্যেই এ লক্ষ্যে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে ভ্যাকসিন পরিবহন শুরু করা হয়েছে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার ভ্যাকসিন গ্রহণ করছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের সঙ্গে চালু থাকবে প্রথম ডোজের প্রয়োগও। যারা নিবন্ধন করছে তাদের কাছে প্রথম ডোজ গ্রহণের তারিখ জানিয়ে এসএমএস যাবে। এসএমএস অনুযায়ী তারা কেন্দ্রে গিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।
অধ্যাপক ফ্লোরা বলেন, রমজান মাসে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিটি। একইসঙ্গে যদি দেশে লকডকাউন চলে তবে সেসময়েও ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলবে। এক্ষেত্রে ভ্যাকসিন কার্ড দেখিয়ে যে কেউ কেন্দ্রে যেতে পারবেন। আমরা চেষ্টা করছি ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে। এজন্য স্থানীয় মসজিদের মাইকে এবং টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |