আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩৮
টঙ্গী:- আরচারিতে রাজত্ব দেখিয়েছে আর্মি আরচারি ক্লাব। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আরচারির ১০টি সোনার মধ্যে ৪টিই ঝুলিতে ভরেছে সংস্থাটি। দুটি করে সোনা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ পুলিশ। বাকি দুটি সোনা জিতেছেন বাংলাদেশ আনসার ও বিমান বাহিনীর আরচাররা।
গতকাল টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ এককে সোনা জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর রামকৃষ্ণ সাহা। তিনি টাইব্রেকারে ৬-৫ সেট পয়েন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের তামিমুল ইসলামকে হারিয়ে সোনা নিশ্চিত করেন। এই ইভেন্টের ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের সাকিব মোল্লা। রিকার্ভ মহিলা এককে ঢাকা আর্মি আরচারি ক্লাবের নাসরিন আক্তার ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ আনসারের নাজমিন খাতুনকে হারিয়ে সোনা জিতেছেন।
ব্রোঞ্জ জিতেছেন আর্মি আরচারি ক্লাবের মেহনাজ আক্তার মুনিরা। কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের অসীম কুমার দাশ ১৪৮-১৪১ স্কোর ব্যবধানে বিজিবি’র নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়ে সোনা জিতেছেন। বাংলাদেশ পুলিশের আশিকুজ্জামান জিতেছেন ব্রোঞ্জ। কম্পাউন্ড মহিলা একক ফাইনালে ঢাকা আর্মি আরচারি ক্লাবের রোকসানা আক্তার ১৪৭-১৪১ স্কোর ব্যবধানে বিকেএসপি’র পুষ্পিতা জামানকে হারিয়ে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের বন্যা আক্তার। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি ৬-০ সেটে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবকে হারিয়ে সোনা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব ৫-৩ সেট পয়েন্ট ব্যবধানে বিকেএসপিকে হারিয়ে সোনা জিতেছে। ব্রোঞ্জ জিতেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। কম্পাউন্ড দলগত পুরুষে আর্মি আরচারি ক্লাব ২২৬-২২১ স্কোর ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে সোনা জিতেছে। ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব ২২৩-২২২ স্কোর ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারিয়ে সোনা জিতেছে। বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব জিতেছে ব্রোঞ্জ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি ৬-০ সেট পয়েন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাবকে হারিয়ে সোনা জিতেছে। ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব। কম্পাউন্ড মিশ্র দলগততে বাংলাদেশ আনসার ১৪৮-১৪৫ স্কোর ব্যবধানে বিকেএসপিকে হারিয়ে সোনা জিতেছে। আর্মি আরচারি ক্লাব জিতেছে ব্রোঞ্জ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |