আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:৪৮
বিডি দিনকাল ডেস্ক :- প্রথম বর্ষ পূর্তিতে আইজিপি বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে পুলিশ সদস্যদের যাতায়াতের জন্য দূরপাল্লার যাত্রায় ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’।বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যরা (কেবলমাত্র স্ত্রী/স্বামী ও সন্তান) এই বাস সেবা নিতে পারবেন।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিশেষ বাস সার্ভিসের বিষয়টি জানানো হয়। পোস্টে জানানো হয়, প্রথম বছর পূর্তিতে আইজিপি মহোদয় এর বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় চালু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস’। বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ (কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন।
পুলিশ হেডকোয়াটার্স/ রাজারবাগ পুলিশ লাইন্স/ মিরপুর হতে প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে এবং বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন্স/ জেলা পুলিশ লাইন্স হতে প্রতি শনিবার দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে বলেও জানানো হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |