আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৪
ঢাকা: চট্টগ্রাম, রাজশাহী, রংপুর , সিলেট, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পর এবার রাজধানীর সবুজবাগ ও পুরান ঢাকার বংশালসহ বেশ কিছু থানায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানাগুলোতে বাঙ্কার তৈরি করে লাইট মেশিনগান (এলএমজি) নিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।
সোমবার বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির তার থানায় বাঙ্কার ও এলএমজির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে গত ১০ এপ্রিল থানায় বাঙ্কার তৈরি করা হয়। এই বাঙ্কারে ২৪ ঘণ্টা এলএমজি নিয়ে প্রশিক্ষিত পুলিশ ডিউটি শুরু করেছেন শিফটিং ভিত্তিতে।
এদিকে সরেজমিনে ঢাকার সবুজবাগ থানায় এলএমজি নিয়ে পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
মতিঝিল ডিভিশনের ডিসি সৈয়দ নজরুল ইসলাম জানান, সবুজবাগসহ মতিঝিল ডিভিশন এলাকার ৭টি থানায় বালুর বস্তা দিয়ে বাংকার তৈরি করে এলএমজি নিয়ে প্রশিক্ষিত পুলিশ সদস্যরা ডিউটি শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |