আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪১
ইন্ডিয়া:- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগর (আইপিএল) চতুর্দশ আসরে নিজেদেও দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক স্যাঞ্জু স্যামসন। এই ম্যাচে রাজস্থানের একাদশে রয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এদিন নিজের প্রথম ওভারেই সাফল্য পান মোস্তাফিজ। দিল্লির অজি ব্যাটসম্যান মার্ক স্টয়নিসকে সাজঘরে ফেরান তিনি। নিজের প্রথম ওভারে দেন ১ রান। এতে ৮ ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৪৬/৪-এ। তিন ওভারের স্পেলে মাত্র ১২ রানে তিন উইকেট নেন রাজস্থানের ভারতঅীয় পেসার জয়দেব উনাডকাট।
নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে ঋষভ পান্তের দিল্লি।
অন্যদিকে সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে অল্পের জন্য হেরে যায় পাঞ্জাব কিংসের কাছে।
চোটের কারণে রাজস্থানের একাদশে নেই ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই ম্যাচে তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন ডেভিড মিলার। দুই দলেই মোট ২টি করে পরিবর্তন এসেছে। জস বাটলার, ক্রিস মরিস ও মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও রাজস্থানর একদাশে রয়েছেন।
রাজস্থান একাদশ: জস বাটলার, মানন ভোহরা, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার, শিভম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেভাটিয়া, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।
দিল্লি একাদশ: পৃথ্বী শ, শেখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, ললিত যাদব, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, টম কারান ও আভেশ খান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |