আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৯
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উত্তরখানের কাঁচকুড়ার আক্তারটেকে আজকের পত্রিকার সাংবাদিক নুরুল আমিন হাসানের বাবা মো. সাইফুল ইসলামের উপর হামলা চালিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সাদ্দাম ও সায়েদ আলীসহ ৭/৮ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) আক্তারটেক মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় শেষে বাসায় যাওয়ার পথে রাস্তার মধ্যে এ হামলা করে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।আহত সাইফুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি টেলিভিশনের ব্যবসা করেন।
এ বিষয়ে আহত সাইফুল ইসলামের ছেলে নুরুল আমিন হাসান বলেন, আজ সন্ধ্যায় বাসায় ইফতার করে মাগরিবের নামাজ আদায় করতে আক্তারটেক মসজিদে যান আমার বাবা। নামাজ আদায় শেষ বাসায় যাওয়ার পথে রাস্তার উপর আমার বাবাকে একা পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও সায়েদ আলী পথরোধ করে। পরে পথরোধ করার কারণ জানতে চাইলে তর্কবিতর্ক শুরু করে। তর্কের একপর্যায়ে পরিকল্পিতভাবে সাদ্দাম ও সায়েদ আলীসহ তাদের সহযোগীরা লাটিসোটা নিয়ে হামলা চালায়। পরে আমার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বাবাকে উদ্ধার করে নিয়ে আসে। আমি খবর পেয়ে বাবাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমার বাবার মাথা কেটে গেছে, ডান হাতের আঙ্গুল ফেটে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে নিলা ফূলা জখম হয়েছে। আমি বাবার চিকিৎসা শেষে উত্তরখান থানায় মামলা করবো।
উত্তরখান থানায় সন্ত্রাসী হামলার ঘটনা জানতে চাইলে, থানার ডিউটি অফিসার পুলিশ পরিদর্শক মোঃ আবু তাহের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের টিম পাঠিয়েছি কিন্তু পুলিশ যাওয়ার আগেই এলাকাবাসী আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সাইফুলের পক্ষ কেহ অভিযোগ দিলে ওসি স্যারের পরামর্শে আমরা আইনানুগের ব্যবস্থা গ্রহণ করিব।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |