আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫২
বিডি দিনকাল ডেস্ক :-আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার আগে ঢাকা-৫ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ এর নির্বাচনী প্রচার-প্রচারণার সময় কদমতলী থানাধীন ৬১ নং ওয়ার্ড কুদারবাজার এলাকায় স্থানীয় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনাকে সুপরিকল্পিত আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-আসলে বর্তমান সরকার লোক দেখানো নির্বাচন করে, কারণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে তারা বহু আগেই মাটিচাপা দিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচন করতে চায় না এজন্য যে, বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা, সর্বোপরি বহুদলীয় গণতন্ত্র যাতে এদেশে আর কোনদিন প্রতিষ্ঠা না পায়। বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শণ করতে সরকারদলীয় সন্ত্রাসীরা নির্বাচনী প্রচার-প্রচারণার ওপর ঝাঁপিয়ে পড়ে। নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। গণবিচ্ছিন্ন সরকারের সন্ত্রাসীরা ছাড়া আওয়ামী লীগের আর কোন অবলম্বন নেই। আজ ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা সেটিরই প্রমাণ। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন এবং সাংবাদিক মঞ্জুর মিলন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এখন চিকিৎসাধীন রয়েছেন। হামলায় নির্বাচনী সেলের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মিলনসহ ১০ জনের অধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |